রঙিন বাড়ি আইটি সলিউশন পার্টনার প্রোগ্রাম।

বেকার যুবক / যুবতীদের উদ্যোক্তা তৈরি এবং জন সাধারনের জন্য আইটি প্রশিক্ষণ সহজ করার লক্ষ্যে কেন্দুয়ার প্রতিটি ইউনিয়নে রঙিন বাড়ি আইটি সলিউশন এর এজেন্টশীপ নিয়োগ চলছে। বর্তমান যুগ তথ্য প্রযুক্তির যুগ, এই যুগের সাথে তাল মিলিয়ে চলার জন্য আমাদের সবাইকে আইটি সম্পর্কিত জ্ঞান থাকা খুবই প্রয়োজন। বর্তমানে আইটি পেশা শুধু পেশাই নয় এটি একটি ফ্যাশন ও। তাই অনেক তরুন – তরুনীরা এ পেশায় যুক্ত হচ্ছে, তবে অনেকের প্রবল ইচ্ছা থাকা সত্ত্বেও নানা প্রতিবন্ধকতায় এগিয়ে যেতে পারছেনা। তাদের জন্যই মূলত সাহায্যের হাত বাড়িয়ে দিতে চায় রঙিন বাড়ি আইটি সলিউশন।

এজেন্ট হতে হলে আপনাকে যা যা করতে হবে।

১) যারা আইটি সম্পর্কে জানতে আগ্রহী তাদের বেশী অগ্রাধিকার দেয়া হবে।

২) এজেন্টশীপ নেয়ার আগে আমাদের এখানে হাতেকলমে ৩ থেকে ৬ মাস প্রশিক্ষণ নিতে হবে।

৩) প্রশিক্ষণ শেষে ৩ মাস আমাদের প্রতিষ্ঠানে ট্রেইনার হিসেবে কাজ করতে হবে। এজন্য আলাদা সম্মানি প্রদান করা হবে।

সুযোগ সুবিধা

১) প্রথমেই প্রতিষ্ঠান এর জন্য ৫-১০ টা কম্পিউটার সেটাপ করে দেয়া হবে, প্রয়োজনে এর পরিমাণ বাড়ানো যাবে।

২) উদ্যোক্তা কে প্রতি সপ্তাহে আমাদের এখানে ক্লাস করানো হবে।

৩) আমাদের সাথে কাজ করাকালীন সময়ে তার কোন চাকরীর অফার এলে সে প্রতিষ্ঠান এর সমস্ত দায়িত্ব বুঝিয়ে দিয়ে তার জামানত এর টাকা ফেরত পাবেন।

শর্তাবলী

১) আমাদের সাথে কাজ করার জন্য অবশ্যই উদ্যোক্তাকে ধৈর্যশীল হতে হবে।

২)একজন নতুন শিক্ষার্থী কে হাতে কলমে প্রশিক্ষণ করানোর জন্য ধৈর্যশীল হতে হবে। কোন অবস্থায় দৈর্যহারা হওয়া যাবে না।

৩) জামানত হিসেবে একজন উদ্যোক্তা কে ২৫০০০-৫০০০০ টাকা দিতে হবে।

৪) ঘর ভাড়া রঙিনবাড়ি কতৃপক্ষ এবং উদ্যোক্তা দুজনেই সমান ভাগে প্রদান করবে।

৫) উদ্যোক্তা কে কম্পিউটার সহ সমস্ত ইলেক্ট্রিক যন্ত্রপাতির সিকিউরিটি নিশ্চিত করতে হবে।

৬) প্রতিষ্ঠান রঙিন বাড়ি আইটি সলিউশন নামে পরিচালিত হবে।

৭) প্রতিষ্ঠান এর আয় ব্যায় সমান ভাগে ভাগ হবে।